জামালপুরের মেলান্দহে আদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতিকের প্রার্থী কতৃক মোটরসাইকেল প্রার্থীর উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। ইটপাটকেল নিক্ষেপ ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে জানা গেছে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫জন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার আদ্রা ইউনিয়নের কোঠের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল প্রতিকের সতন্ত্রপ্রার্থী রকিবুল ইসলাম চান বলেন, আমার লোকজন অফিসের সামনে দাঁড়িয়ে ছিলো তারা মিছিল নিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ইটপাটকেল নিক্ষেপ করে এবং ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে আমরা ঘরে লুকিয়ে ছিলাম পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে। এতে আমি সহ ৫জন আহত হয়েছি। একজনকে গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী রফিকুল ইসলাম খোকার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলেননি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুই পক্ষ মিছিলে মুখোমুখি হয়েছিলো এসময় ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে কোন অভিযোগ পাইনি।
এবি//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৪,২০২২//