Print Date & Time : 12 May 2025 Monday 4:57 pm

জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষেএক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম শিপন মিয়া (১৮)। শিপন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে। তিনি পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দুপুরে মোটরসাইকেল যোগে তিনি তারাকান্দি যাচ্ছিছিলেন। একুশে মোড়ে এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সার বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পরই ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়।

ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//