রোমান আআহমেদ, জামালপুর: জামালপুরের সড়ক দুর্ঘটনায় নেওয়াজ আহম্মেদ (৩৫) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মে) সকালে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে দিগপাইত এলাকায় সিএনজি অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেওয়াজ আহম্মেদ ইসলামপুর বাজারের খাবার হোটেল ও মিষ্টি ব্যবসায়ী (মুসলিম হোটেল) স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নেওয়াজ শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে মিষ্টি আনার জন্য সিএনজি নিয়ে ইসলামপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post