Print Date & Time : 2 July 2025 Wednesday 10:39 am

জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের চাপায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ট্রাক্টর ও এর চালককে আটক করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ি মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম দক্ষিন গুনেরবাড়ি এলাকার গুলা মিয়ার সন্তান।
তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।

জহুরুল ইসলামের স্বজনেরা জানান- বেলা ১১টার দিকে মেয়ে শ্যামলীকে শশুর বাড়ি রেখে আসার জন্য বাড়ি থেকে বের হন তারা। এরপর ভ্যান যোগে যাবার পথে গুনেরবাড়ি মোড়ে একটি ট্রাক্টর গাড়ি পেছন থেকে চাপা দিলে গুরুত্বর আহত হয় জহুরুল ইসলাম। পরে হাসপাতালে নেয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার।

এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ পারভেজ জানান- ঘটনার পরই ট্রাক্টর ও এর চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জহুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//