Print Date & Time : 10 May 2025 Saturday 12:07 pm

জামালপুরে হেযবুত তওহীদ আলোচনা সভা


সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতা,ধর্মান্ধতা, হুজুগ, গুজব ও মাদকের বিরুদ্ধে হেযবুত তওহীদ জামালপুর জেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয় শহরের বোর্ডগড় মোড়ে হেযবুত তওহীদের জেলা কার্যালয়ের প্রাঙ্গণে এ আলোচনার আয়োজন করেন হেযবুত তওহীদ জামালপুর জেলা শাখা।

হেযবুত তওহীদ জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোঃ এনামুল হক বাপ্পা, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মামুন পারভেজ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস কবির সেলিম বাবু,নারী বিষয়ক সম্পাদক ফরিদা পারভীন, হেযবুত তওহীদ ময়মনসিংহ বিভাগীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান ইয়াসমিন সেতু প্রমুখ।
এসময় হেযবুত তওহীদ কেন্দ্রীয়, জামালপুর জেলা ও বিভিন্ন জেলা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বাপ্পা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতা,ধর্মান্ধতা, হুজুগ, গুজব, মাদক ও বর্তমান খাদ্য সংকট পরিস্থিতি থেকে কিভাবে বিশ্ববাসীকে এই সংকটময় সময়ে রক্ষা করায় হেযবুত তওহীদের মৃল লক্ষ্য। এমন এক অনির্বাণ শিখা যা প্রজ্জ্বলিত করেছেন সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, যাঁর কোন ত্রুটি নেই, বিচ্যুতি নেই, কোন ব্যর্থতা নেই।তিনি সমস্ত অন্যায় অশান্তি বিদূরিত করে এমন স্বর্গীয় শান্তি মানবজাতিকে আস্বাদন করাবেন যার নমুনা চৌদ্দশত বছর আগের মানুষেরা দেখেছিল। তিনি আরো বলেন, সংকটময় সময়ে সকলকে তওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৪,২০২২//