রোমান আআহমেদ, জামালপুর: জামালপুরে ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার ৭ উপজেলা, ৮ পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে চলছে টিসিবির এই বিক্রি কার্যক্রম
রবিবার (২০ মার্চ) সকালে পৌরসভার পাথালিয়া গ্রামে এ বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
টিসিবি সদর উপজেলায় ১০টি স্পটে এই পণ্য বিক্রি শুরু করেছে। এর মধ্যে পৌরসভায় ২টি ও ৮ ইউনিয়নের ৮টি স্পষ্টে দেওয়া হচ্ছে চিনি, ডাল ও তেল। এছাড়া সারা জেলায় ৫৯ জন ডিলারের মাধ্যমে ২৪৮টি স্পটে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।
পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, মহিলা কাউন্সিলর সাইদা আক্তার প্রমুখ।
মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার মোট দু’ বার পণ্য কিনতে পারবে। আজ জামালপুর পৌরসভার ২ টি স্পষ্টসহ ৮ ইউনিয়নের ৮ টি স্পটে এই কার্যক্রম চলছে। প্রতি স্পটে ১ হাজার করে সারা উপজেলায় মোট ১০ হাজার পরিবারকে পণ্য দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রতি পরিবার ২ কেজি চিনি, দুই কেজি ডাল ও দুই কেজি তেল কিনতে পারবে। টিসিবি থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা ও তেল ১১০ টাকায় বিক্রি হবে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হলে আরেকবার এই পণ্য কিনতে পারবে কার্ডধারী পরিবারেরা। এটা রমজানের আগেও কিংবা রমজানের মাঝামাঝি সময়েও হতে পারে।
জেলা প্রশাসক মোর্শেদা জামান বলেন, পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে এই উদ্যোগ নিয়েছেন সরকার। জামালপুরসহ সারাদেশে এক কোটি পরিবার এই সুবিধা ভোগ করবে।
দৈনিক দেশতথ্য//এল//