Print Date & Time : 13 May 2025 Tuesday 12:53 pm

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : শওকত জামানকে সভাপতি ও জাকারিয়া জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক করে জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনলাইনে কর্মরত সাংবাদিকরা মতামত দেন।

আলোচনা সভায় উপন্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি- শওকত জামান ( নিউজ বাংলা), সহ-সভাপতি- যথাক্রমে ছাইদুর রহমান (দ্যা রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম), গোলাম রব্বানী নাদিম (বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম), শহিদুল ইসলাম নিরব (ডেইলি নিউ সান ডটকম), সাধারণ সম্পাদক- জাকারিয়া জাহাঙ্গীর (সাম্প্রতিক দেশকাল ডটকম), যুগ্ম সম্পাদক- মেহেদী হাসান (পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ), সাহিদুর রহমান (বার্তা টোয়েন্টিফোর ডটকম), সাংগঠনিক সম্পাদক- আলমগীর হোসেন (ঢাকা মেইল ডটকম), কোষাধ্যক্ষ- নাইম আলমগীর (পল্লীর আলো ডটকম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- নাসিম উদ্দিন (জাগো নিউজ বিডি ডটকম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- সেলিম আব্বাস (রাইজিং বিডি ডটকম)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- লুৎফর রহমান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), জাহিদ হাবিব (বাংলা ভিশন অনলাইন), আনোয়ার হোসেন মুক্তা (বৈশাখী অনলাইন), আলী আকবর (সারা বাংলা ডটনেট), শাহ জামাল (এবি নিউজ টোয়েন্টিফোর ডটকম) ও এস এম হোসাইন আছাদ (সকালের আলো ডটকম)।

দৈনিক দেশতথ্য//এসএইচ//