রোমান আহমেদ, জামালপুর: জেলা পরিষদ বিল পাস হওয়ার পরপরই সম্ভাব্য প্রার্থীদের নড়াচড়া শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে বিভিন্ন সংস্থার লোকজন খোঁজ খবর নিচ্ছে। কে হচ্ছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

সম্ভাব্য একাধিক চেয়ারম্যান প্রার্থী দৌড় ঝাপ শুরুর প্রস্তুতি নিতে শুরু করেছেন। জেলা পরিষদ নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহন না করলে এখানে একমুখী নির্বাচন হতে পারে। এই পদে দলীয় মনোনয়ন পেতে এখন পর্যন্ত তিন জন প্রার্থী মাঠে রয়েছেন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। বিগত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রার্থী ও জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

বিগত জেলা পরিষদ নির্বাচনে গতবারের পরাজিত প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট এইচ আর এম জাহিদ আনোয়ার আবারও দলীয় মনোনয়ন পেতে আগ্রহী বলে তার সমর্থকরা জানিয়েছেন।
জামালপুর আওয়ামী লীগের বেশ কযেকজন নেতা কর্মীদের সাথে বিভিন্নমুখী আলোচনায় জানা যায়, এবার তারা পরিবর্তন চায়। কর্মীদের এই সেণ্টিমেন্ট দলের নীতি নির্ধারক মহলের দৃষ্টিগোচর হলে এবার নতুন প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি’র চেয়ারম্যান হওয়ার সম্ভাবণাই বেশী।

Discussion about this post