রোমান আহমেদ, জামালপুর :
মোটরসাইকেল মালিকদের জন্য আতঙ্কের শহরে পরিণত হয়েছে জামালপুর শহর। এই শহরে দিনে-দুপুরে চুরি হচ্ছে মোটরসাইকেল। সতর্ক থাকার পরও অনেক মালিক কে হারাতে হচ্ছে শখের মোটরসাইকেল। এতে রেহাই পাচ্ছেন না চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষরাও।
তবে কর্তৃপক্ষ বলছে আমাদের বিশেষ অভিযান চলমান আছে। আশা করছি খুবই সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারবো।
তারিফ হোসেন ঠিকাদারি পেশায় কাজ করছেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি শহরের বোষপাড়া এলাকায় নিজের বাসার নিচ থেকে তালা ভেঙে চুরি যায় শখের মোটরবাইক।
তারিফ হোসেন বলেন, মোটরসাইকেল আসলে প্রয়োজনীয় শখের জিনিস। আমার মোটরসাইকেলটা কিছুদিন আগে চুরি হয় আমার বাসা থেকেই। এখন আমি সঠিক সময়ে কোথাও যেতে পারি না।কাজ কর্ম ঠিক মত করতে পারছিনা। প্রশাসনের উচিৎ জিনিসটা তাড়াতাড়ি উদ্ধার করা।
শিপলু চাকলাদার বলেন: বিগত ১২ই মার্চ জামালপুর প্রেসক্লাব ভবনের ভিতর থেকে আমার পালসার মটরসাইকেল চুরি হয়। ভিডিও ফুটেজ থাকা সত্তেও চোরকে এখনো ধরা হয়নি। প্রশাসন চুরকে ধরতে পারেনি। অবিলম্বে চোরকে ধরে আইনের আওতায় আনা হোক।
স্থানীয় মোটরসাইকেল চালক জসিম মিয়া বলেন, এটা কোথাও রেখে আতঙ্কগ্রস্থে থাকি। কখন যেন নিয়ে যায় কে।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, জামালপুরে একটি সঙ্ঘবদ্ধ চক্র সম্প্রতি সময়ে প্রায় প্রতিদিন মটর সাইকেল চুরি করছে। প্রকাশ্যে দিবালোকে। অথচ আজ পর্যন্ত প্রশাসন একটা মটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয় নাই। আমরা দাবি করছি স্থানীয় প্রশাসনের কাছে এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। যে জামালপুরে এই যে ভয়াবহ মটর সাইকেল চুরির যে উৎসব এটা রোধ করা হোক।
এবিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন , জামালপুর জেলায় ইদানীং কালে মটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের জিডি এবং মামলা পাচ্ছি আমরা। চক্র কে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এবং এই চেষ্টার ফসল হিসাবে আমরা ইতিমধ্যেই তিনটি চক্রকে ধরতে সক্ষম হয়েছি। এ তিনটি চক্র থেকে আমরা ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, আমাদের বিশেষ অভিযান চলমান আছে বিভিন্ন জায়গায় আমরা চেক পোস্ট বসিয়েছি। বিশেষ করে ট্রাফিক পুলিশের চেকপোস্টের মাধ্যমে আমরা প্রায় প্রতিদিন ৪০-৪২ টি মটর সাইকেল কোন কাগজপত্র ছাড়া আটক করছি। আমাদের ধারনা এইগুলা ৮০% গাড়ি চোরাই। আমরা আশাকরি খুবই সহনীয় পর্যায়ে নামিয়ে নিতে পারবো।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post