নিজস্ব প্রতিবেদক: র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ২৭ আগস্ট ২০২১ ইং তারিখ ১৩.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন গোপীনাথপুর গ্রামস্থ চুনুপুরা বটতলা জনৈক রেজাউল ইসলামের চায়ের দোকানের পাশের্^ পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জাল ব্যান্ডরোল যুক্ত ১৩০৪০ প্যাকেট রানা বিড়ি ও শিহাব বিড়ি, মোবাইল-০৩ টি, সীম-০৪ টি, সিএনজি-০২ টি সহ ০৩ জন আসামীদের গেফতার করা হয়। আসামী ১। মোঃ ছানোয়ার হোসেন (৫৫), পিতা-মৃত আঃ ছলিম, সাং- বাগগারি পাড়া, ২। মোঃ মোহন আলী (২৮), পিতা- মোঃ হাবিবুর আলী, সাং-বাহাদুরপুর ৩। মোঃ মিলন হোসেন(২৮), পিতা-মোঃ ছফর মোল্লা,সাং-গোলাপনগর, সর্বথানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের জাল ব্যান্ডরোলযুক্ত প্যাকেট তৈরিকরে সরকারী রাজস্ব ফাঁকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আটক অভিযান অব্যাহত রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Discussion about this post