কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং চন্ডিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মন্ডলকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই ইউপি সদস্য এনামুল হক মেম্বর বাদি হয়ে ভেড়ামারা থানায় দায়ের করেন। মামলার প্রধান আসামি জাসদে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সস্পাদক আব্দুল আলীম স্বপন এবং তারই সহোদর ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে প্রধানসহ ২০জনের নামোল্লেখ করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মজিবর রহমান জানান, আসামিদের নাম ঠিকানাসহ প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং মুরুব্বিদের সাথে আলাপ করে এজাহার দিতে দেরি হয়েছে। শনিবার বিকেল ৪টার সময় ভেড়ামারা থানায় লিখিত এজাহার জমা দেয়ার সময় মামলার বাদি চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য এনামুল হক মেম্বর বলেন, “ না মামলা নিতে পুলিশের কোন গরিমশি ছিলোনা। আমরাই দরখাস্ত দিতে দেরি করেছি। মামলায় কাকে স্বাক্ষী করবো সেবিষয়ের সিদ্ধান্ত, আহতদের হাসপাতালে চিকিৎসা, নিহতের লাশ দাফনসহ আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে এবং আত্মীয় স্বজন গন্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই থানায় দরখাস্ত জমা দিতে কিছুটা দেরি হলো। ঘটনার পর থেকেই পুলিশের পক্ষ থেকে বার বার আমাদের তাগিদ দিচ্ছিল মামলা দেয়ার জন্য”। “এখন মামলা দিয়েছি বাকি দায়িত্ব পুলিশের, কারা এঘটনায় জড়িত তা সব এজাহারেই দেয়া আছে”।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মজিবর রহমান জানান, যে কোন ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিবেন, পুলিশ তার উপর ভিত্তি করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। নিহতের পরিবারের পক্ষ থেকে নিহতের ছোট ভাই এনামুল বাদি হয়ে মামলা দিয়েছেন। এখন পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এই হত্যাকান্ডের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ে হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে ২৪ঘন্টার আল্টিমেটাম বেধে দিলেও তারা থানায় এজাহার জমা দিয়েছেন ঘটনার ৩৬ঘন্টা পর। সেকারণে আসামি ধরার ক্ষেতেও পিছিয়ে আছেন বলে ভেড়ামারা থানা সূত্রে জানা যায়। তবে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হওয়ার পর এজাহারভুক্ত জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান তৎপর হয়ে উঠেছে।উল্লেখ্য শুক্রবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডল ও তার আরো দুই ভাই পার্শবর্তী চরপাড়া মাঠে জিকে ড্রেনেজ খালে মাছ ধরতে যাওয়াকে কেন্দ্র করে পূর্ব থেকেই দু’পক্ষের মধ্যে বিবদমা দ্বন্দে প্রতিপক্ষ স্থানীয় জাসদ সমর্থিত মালিথা গ্রুপের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাথারী গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক মন্ডলকে মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশতথ্য//এল//