কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যুবজোটের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল শনিবার (২রা সেপ্টেম্বর) যুবজোটের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল ৫ টায় ভেড়ামারা মধ্য বাজারে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহরে র্যালি এবং বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে যুবজোট’র সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান আবু, জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন প্রমূখ।
ব্যক্তারা বলেন, আন্দোলন সংগ্রাম সাফল্যের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর ডাক সু-শাসন চাই। লুটপাট – দুর্নীতি বন্ধ করো, বাজার সিন্ডিকেট বন্ধ করো, বেকার যুবকদের কর্মস্থান নিশ্চিত করো, বেকার ভাতা প্রদান করো, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করা হোক বলে দাবী জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ সেপ্টেম্বর ২০২৩