Print Date & Time : 2 July 2025 Wednesday 10:11 pm

জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

উপজেলার আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সোমবার আলহাজ্ব বেলায়েত হোসেন প্রামানিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্কুলের সভাপতি, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বশীর আহমেদ। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান ও

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আলহাজ্ব কামারুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রকৌশলী শফিকুল আজম, বীর মুক্তিযোদ্ধা আসকর আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক, লিটন মালিথা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খলিলুর রহমানসহ শিক্ষক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২২//