সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: লালমনিরহাট সদর আসনের এমপি জিএম কাদের । তার জাপার চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা আর থাকল না। এ খবরে আজ রবিবার বিকালে জেলা জাতীয়পার্টি শহরের আলোরূপামোড় কার্যালয়ে জরুরি বেঠক আহবান করেছে। বৈঠক শেষ দোয়া ও মিষ্টি বিতরণ করে।
জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে বিচারিক (নিম্ন) আদালতের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি। ৫ ফেবুয়ারি রবিবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজের একক বেঞ্চ এ আদেশ দেয়। জিএম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলে জেলা জাপা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। গত ৪ অক্টোবর দলে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা।
জেলা জাপার সূত্রে জানা গেছে, হাইকোটের রায়ে লালমনিরহাট জাতীয়পার্টির নেতারা উজ্জীবিত হয়েছে। লালমনিরহাট সদর ৩ আসনের এমপি জিএম কাদের। তার স্ত্রী মোছাঃ শরিফা কাদের জেলা জাপার আহাবায়ক। তাই তৃণমূলের নেতা কর্মীদের বাড়তি আকর্ষণ রয়েছে। বিকেলে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা জাপার সদস্য সচিব জাহিদ হাসান, সদও উপজেলা জাপার সভাপতি এ্যাডঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন, পৌর আহবায়ক মোঃ আলমগীর চৌধুরি, সদস্য সচিব কাউন্সিলর মোঃ রবিউল আউয়াল, যুব সমাজের আহবায়ক হুমায়ুন কবীর, ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//