সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় পদবী ব্যবহারের বিরুদ্ধে দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত।
এ ঘটনায় আদালতে ন্যায় বিচার পেয়েছে। এ দাবিতে জাপা বিদাশা গ্রুপের নেতা কর্মীরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের অদুরে সাপ্টিবাড়ি বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
সাবেক এমপি ও চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার করা মামলায় ৩১ অক্টোবর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বুধবার (১৬ নভেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালত উভয় পক্ষের শুনানি শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার আবেদনের রায়ে তিনি আদেশ বহাল রাখেন। ১০ নভেম্বর শুনানি শেষে ১৬ নভেম্বর আদেশের দিন ধার্য করেছিল আদালত।
রওশন এরশাদ পন্থি নেতা ও জাপা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রিয়ভাজন অধ্যক্ষ মাহাবুব আলম মিঠু জানান, আদালত ন্যায় বিচার পেয়েছেন। জাপা হুসাইন মোহাম্মদ এরশাদের দল। তার জনপ্রিয়তায় এই দলে মানুষ এখনো রয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//