Print Date & Time : 11 May 2025 Sunday 9:42 pm

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে শহরের ফ্যামেলি জোন’ এ আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ, আইনজীবি ফোরাম, জাসান ও ঝিনাইদহ জেলা বিএনপি।

জেলা জিয়া পরিষদের সভাপতি মোহাঃ কামালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,  জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ড. ওয়ালিদ হাসান পিকুল, সাংগঠনিক সম্পাদক ভিপি হুমায়ন।

আলোচনা সভায় বক্তারা, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবী করে তার বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩১ মে ২০২৪