Print Date & Time : 11 May 2025 Sunday 1:29 am

জিয়াউর রহমান খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশেষ অবদান রাখায় পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া খুলনা জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন।

জেলা পুলিশের মাসিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা বিধান, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য ওসি মোঃ জিয়াউর রহমান জিয়াকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।

বুধবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত সভায় পাইকগাছা থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জিয়াকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা পুলিশ সুপার।

তবে জরুরিভাবে দাপ্তরিক কাজে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জিয়া জেলার বাইরে অবস্থান করার তার পক্ষে জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বিপিএম এর নিকট হতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র গ্রহন করেন পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।

দৈনিক দেশতথ্য//এল//