তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জুড়ীতে পুলিশি বিশেষ অভিযানে সোহেল মিয়া নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে বৃহস্পতিবার (৬ই মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে জুড়ীতে গরু চুরি বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে জুড়ী থেকে ৩০টির অধিক গরু চুরি হয়। এইসব চুরির সঙ্গে সোহেল মিয়া জড়িত আছে বলে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে।
জুড়ী থানার ওসি মো. মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় আদালত তার ওপর গ্রেপ্তারী পরোয়ানা দিয়েছেন। এমনকি তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। শুক্রবার গ্রেপ্তারকৃত আসামি সোহেল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Discussion about this post