ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক ভেড়ামারার জুনিয়াদহ শাখার আয়োজনে এক শুভ হালখাতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে জুনিয়াদহ গ্রামের অসংখ্য কৃষক উৎসবমুখর পরিবেশে এই হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, এ ধরনের আয়োজন কৃষকদের সাথে ব্যাংকের আরো একটি মধুর সম্পর্ক তৈরি করলো। মাটি ও মানুষের ব্যাংক কৃষি ব্যাংক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগানকে সামনে রেখেই পুরানো ঋণ পরিশোধ করে নতুন ঋণের হিসাব খোলাই এই হালখাতার মূল উদ্দেশ্য। এলাকার মানুষ এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//২৪ এপ্রিল,২০২৪//