জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের স্মরণকালের ঐতিহাসিক গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস থেকে এ মিছিল শুরু হয়।
কুষ্টিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পৌরসভার গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে কুষ্টিয়া জেলার ৬উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে জামায়াতের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ গ্রহন করেন।
মিছিলে নেতৃত্ব দেন ও সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, কেন্দ্রিয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা নায়েবে আমীর আলহাজ¦ আব্দুল গফুর, দৌলতপুর উপজেলা আমীর অধ্যাপক বেলাল হুসাইন, খোকসা কুমারখালী জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হুসাইন, কুষ্টিয়া সদর আমীর মাওলানা শরীফুল ইসলাম, শহর আমীর এনামুল হক, শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, উলামা বিভাগের কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ জুলফিকার আলী, শিবিরের জেলা সভাপতি খাজা আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।