Print Date & Time : 6 August 2025 Wednesday 2:48 pm

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি বিজয় র‍্যালী

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

৫ আগস্ট মঙ্গলবার কুষ্টিয়া পৌরসভার চত্বর থেকে শুরু হওয়া এই র‍্যালীতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ৩ সাবেক এমপি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ্য সোহরাব উদ্দীন,কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন,কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

আরও উপস্থিত ছিলেন ,সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ,সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব সহ সদর উপজেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশ বক্তারা বলেন,দীর্ঘ ১৮ বছর ফ্যাসিষ্ট হাসিনা সরকার সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাকস্বাধীনতা হরণ,ভোটাধিকার হরণ সহ খুন গুম করে এাসের রাজত্ব কায়েম করেছিল।গত বছরে জুলাই আগষ্ট ছাত্র জনতা এই ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সারা ব্যাংলাদেশে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনে ১৪০০ অধিক শহীদের রক্তের বিনিময়ে তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট হাসিনা আজকের এই দিনে এই দেশ থেকে পালিয়ে যায়।এতে চূড়ান্ত বিজয়ের ফলে ২য় স্বাধীনতা অর্জিত হয়।আমরা এই হাজারো শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।