নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে এর আয়োজনে জুলাই গনঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও জুলাই আহত সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ১১ আগস্ট শহরের চিলিস ফুড পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন পবিত্র কোরআন তেলায়াত ও জুলাই শহিদদের স্মরনে একমিনিট নিরবতা পালনা করা হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: আমিনুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক তৌফিক হোসেন। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেনকুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, সহ সভাপতি লুৎফর রহমান কুমার, কুষ্টিয়া সাংবাদিক ফরাম ঢাকা’র আবু বকর সিদ্দীক, কুষ্টিয়া এডিটর ফোরামের সভাপতি মজিবুল শেখ , কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র যুগ্ম সাধারন সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, জুলাই যোদ্ধা আশরাফুল ইসলাম অনিক, গ্লোবাল টিভির সনি আজীম, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু, দেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শ্যামলী খন্দকার ,সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল।
অনুষ্ঠানে কুষ্টিয়ায় কর্মরত ৬ জন জুলাই আহত দৈনিক হাওয়া পত্রিকার শহর পতিনিধি আশরাফুল ইসলাম অনিক, গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সামিউল আজিম, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার খন্দকার সোহেল টানু, দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দীক, দৈনিক সত্যখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম ও দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ উর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, আমি প্রথমে জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাসহ সকলের প্রতি সম্মান নিবেদন করছি। একটি মা জানতো তার ছেলে শহীদ হবে তাও তিনি তার আ্দরের সন্তানকে জুলাই অঅন্দোলনে পাঠিয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিকরা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছেন। তারা প্রকৃত সত্য তথ্য চিত্র তুলে ধরেছেন। একটি রাষ্ট্রের উন্নয়নে সেই রাষ্ট্রের আচরন কেমন তা অনেক কিছুই নির্ভও কওে ৪র্থ স্তম্ভ খ্যাত সাংবাদিকের উপর।
বিশেষ অতিথির বক্তব্যে তৌফিক হোসেন বলেন, জুলাই আন্দোলনে দোলনা থেকে বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়েছে। সাংবাদিকরা সাহসীকতার সাথে কাজ কওে গেছে শুধু বাংলাদেশ নয় আমাদের প্রবাসী সাংবাদিকরাও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছেন। জুলাইয়ে জীবন বাজি রেখে সাংবাদিকরা সত্য ঘটনা সামনে তুলে ধরার করানে এই আন্দোলন আরো বেগবান হয়েছিল। বিগত সময়ে সাংবাদিকদেও দবায়ে রাখা হয়েছিল তথ্য প্রচারের ক্ষেত্রে।
সাংবাদিক নেতারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার গণমাধ্যমের গলা চেপে ধরেছিল। এই কারণেই প্রকাশ করতে অনেকেই ভয় পেত। তবে গণঅভ্যুত্থানের সকল সাংবাদিকদের ভূমিকা ছিল, সঠিক তথ্য তুলে ধরেছিল।
আর এই তথ্যের কারণে সারাদেশে সকল বয়সী মানুষের গণজোয়ার সৃষ্টি হয় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। সে সময় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সকল সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস জানান।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ এনামুল হক,প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই, ইউনিয়নের সদস্য তুহিন আহমেদ, রবিউল ইসলাম ইভান, নাব্বির আল নাফিজ, মিরাজুল ইসলাম, শামিম হাসান খান, হাসনাত রাব্বু, সোহাগ মাহমুদ, বকুল আলী, শরিফ মাহমুদ, আসলাম আলী কুষ্টিয়ার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Discussion about this post