নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:
চলবলায় চলছে দিনরাত জুয়া। গ্রামবাসি সর্বশান্ত হচ্ছে। জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে সর্বত্র চলছে জুয়া। জুয়া খেলার স্বর্গরাজ্য হিসেবে গড়ে উঠেছে।
প্রতিদিন জুয়া খেলায় মেতে উঠতে শতশত মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, অটো রিক্সা নিয়ে দুরান্ত হতে জুয়ারিরা এসে অংশ নিচ্ছে। এই জুয়া খেলায় আগুন্তকদের পাশাপাশি গ্রামের যুবক, কিশোর ও সাধারণ কৃষক পরিবারের মানুষরাও অংশ নিয়ে জুয়ায় হেরে সর্বশান্ত হয়ে যাচ্ছে। শুস্কমৌসুম শীতকালীণ ফসল ওঠেছে। কৃষকদের হাতে এসেছে নগদ অর্থ। এই নগদ অর্থ হাতিয়ে নিতে কালীগঞ্জের চলবলায় জুয়ারিরা অপতৎপরতা চালাচ্ছে। কয়েকটি স্পটে প্রতি রাতে সন্ধ্যারপর হতে ভোররাত পর্যন্ত চলছে জুয়া খেলা। প্রতিদিন কোটি টাকার খেলা হয়। সবচেয়ে জুয়ার বড় স্পট চলবলা ইউনিয়নের বারাজান ইটভাটার পাশে বসে। চেয়ারম্যানের লোক পরিচয়ে এই জুয়া চলছে।
এ ব্যাপারে চলবলা ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিচ্ছি। যারাই জড়িত হউক আইনের অধিনে নেয়ার হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//