সুনামগঞ্জ প্রতিনিধি: অপ্রতিরোধ্য জুয়াড়ী আর মাদক বিক্রেতাদের আখড়ায় পরিণত হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার। উপজেলার সর্বত্র এর প্রাদূর্ভাব দেখা দিলেও এখানে লাগামহীন।
স্থানীয় জনপ্রতিনিধিদের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে “ক্যাসিনো-ডাব্বুয়া আর শীলং তীর“ খেলায় মত্ত বিপথগামী যুবকদের অধিক মুনাফার লালসা দেখিয়ে পকেটভারী করছে জুয়াবাজচক্র। ফলে জুয়াদানে ফুতুর হয়ে টাকা সংগ্রহে অনেকেই জড়িয়ে পড়ছে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে।
জানা গেছে, চলতি মাসে এ পর্যন্ত ১০টি চুরি সংঘঠিত হয়েছে এখানে। অন্যদিকে রাতের বেলায় জনৈক ৩ ইয়াবা বিক্রেতার আগমনে সরব থাকে বাজার ও আশপাশের এলাকা। মরণগামী এ নেশার ক্রেতা হলো এখানকার যুবসমাজ।
ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, লাঠিয়াল প্রকৃতির জনৈক এক ছিচকে মাস্তানের নিয়ন্ত্রণে শ্রীপুর বাজার ও পাশ্ববর্তী এলাকায় এসব জুয়া চলমান থাকলেও লভ্যাংশ অপ্রত্যাশিত হওয়ার খবরে নবাগত আরও দুইজনের আবির্ভাব ঘটেছে।
বাজারের ব্যবসায়ীসহ অনেকেই বলেন, সম্প্রতি জুয়াসহ বিভিন্ন অপকর্ম বন্ধে সকলের সহযোগিতা কামনা করে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দেন স্থানীয় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার। তবুও এসব অপকর্ম বন্ধ হয়নি।
ব্যবসায়ী শামনুর মিয়া ও দুলাল কান্তি পাল বলেন, প্রযুক্তির এসব খেলায় মত্ত হওয়ার কারণে বাজারে চুরির ঘটনা ঘটছে। অনৈতিক এসব কর্মকান্ড নির্মূলে বন্ধে দ্রুত প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মো. আলী হায়দার।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, জুয়াসহ বিভিন্ন অপরাধ বন্ধে দ্রুত অভিযান পরিচালিত হবে।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post