Print Date & Time : 15 May 2025 Thursday 4:03 am

জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবল: সেমিফাইনালে রাজশাহী

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক রাজশাহী জেলা।
বুধবার (৫ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী জেলা ৬-১ গোলের বিশাল ব্যবধানে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
রাজশাহীর লাইজু ও তিথি দু’টি করে এবং সুমাইয়া একটি গোল করে। নারায়ণগঞ্জের রাফিয়া একটি গোল পরিশোধ করে।

এর আগে একই মাঠে সকালে অনুষ্ঠিত ম্যাচে রাঙ্গামাটি জেলা ২-১ গোলে জামালপুর জেলাকে পরাজিত করে। রাঙ্গামাটির মাইনু মারমা ও সুইচিং মারমা একটি করে গোল করে। জামালপুরের সাইমা আক্তার একটি গোল পরিশোধ করে।

দৈনিক দেশতথ্য//এইচ//