মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলের ফাইনালে স্বাগতিক রাজশাহী ও রাঙ্গামাটি জেলা।
সোমবার (১০ মে) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাইনুমা মারমার হ্যাটট্রিকে রাঙ্গামাটি জেলা ৪-২ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। পাইনুমা মারমা একাই চার গোল করে। দিনাজপুরের শিউলি ও বর্ণা একটি করে গোল করে।
বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক রাজশাহী জেলা ৪-০ গোলের বড় ব্যবধানে মাগুরা জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
ম্যাচের শুরু থেকেই রাজশাহী জেলা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। প্রথমার্ধে রাজশাহী ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। রাজশাহীর মিরা,জ্যাতি,তিথি ও বর্ষা প্রত্যেকে একটি করে গোল করে।
রেফারীর দায়িত্ব পালন করেন সোহানা খাতুন ও আলেয়া।তাদের সহযোগিতা করেন শাহীন,শ্রাবন্তি,উর্মি বর্মন,মাহফুজা রাহাত ও আখিমুনি।
দৈনিক দেশতথ্য//এইচ//