Print Date & Time : 7 August 2025 Thursday 1:01 pm

জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলে রাজশাহী চ্যাম্পিয়ন

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক রাজশাহী জেলা। রানারআপ হয়েছে রাঙ্গামাটি জেলা।

মঙ্গলবার (১১ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক রাজশাহী জেলা ২-০ গোলে রাঙ্গামাটি জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গ্রুপ পর্বের ম্যাচে এই রাঙ্গামাটিই রাজশাহীকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল।

ম্যাচের শুরু থেকেই উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। উভয় দলই গোল করার একাধিক সুযোগও পায়। কিন্তু সু্যোগগুলো কাজে লাগাতে না পারায় প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রাজশাহী আক্রমণ আরও জোরদার করে। এসময় তারা গোল করার সহজতম সুযোগটি হাতছাড়া করে। এর অল্গ কিছু সময় পরে রাঙ্গামাটিও গোল করার সুযোগ পায়। কিন্তু সেটি হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে রাজশাহীর মিরা গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। কিছু পরে দলের পক্ষে রুপশি গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। পরবর্তীতে কোন দলই আর কোন গোল করতে না পারায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রাজশাহী।

ম্যাচ শেষে রাজশাহীর অধিনায়ক মিরা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে, আজ আমরা অনেক ভালো খেলেছি। গ্রুপ পর্যায়ে এই দলের কাছেই আমরা ০-৪ গোলে পরাজিত হয়েছিলাম। আজ সেই দলকেই হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারায় খুব ভাল লাগছে।

উদীয়মান খেলোয়াড় হন রাঙ্গামাটির সাক্রইউ,শ্রেষ্ঠ খেলোয়াড় রাজশাহীর তিথি রাণী,সর্বোচ্চ গোলদাতা দিনাজপুরের বর্ণা রায়, বেস্ট অব দ্যা টুর্নামেন্ট রাঙ্গামাটির মাইনু মারমা ও বেস্ট ভেন্যু দিনাজপুর জেলা।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রাসেল জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের ওমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ,বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, মোঃ নূরুল ইসলাম নূরু,মোঃ টিপু সুলতান, মোঃ গাজী সারোয়ার হোসেন বাবু ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের প্রতিনিধি মানস বোস বাবুরাম, মোঃ নজরুল ইসলাম নিয়ন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল,নির্বাহী সদস্য মামুনার রশিদ বাচ্চু,জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য মনিরুল ইসলাম শিপলু,সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, যুগ্ম সম্পাদক মাহমুদ আলম বাবু প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//