টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা ৩ এবং ১২ (SDG-3 and 12) অর্জনে “হেলথ ও ফুড ওয়েস্ট ম্যানেজমেন্ট” বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিতঃ আয়োজনে জেনল্যাব এবং এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
প্রায় প্রতিদিনই দেশে বিপুল পরিমান খাদ্য অপচয় হচ্ছে, একই সাথে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারনে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। একই সিকির অপরদিকের চিত্রে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের অভাবে ভুগছেন নির্দিষ্ট একটি জনসংখ্যা। উপরুক্ত দৃশ্যকল্পটি আরো পরিষ্কার হয়ে ওঠে পবিত্র মাহে রমজানে, অস্বাস্থ্যকর ও অতিরিক্ত খাবারের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। বিলাসি ইফতারির নামে ডাস্টবিনে জায়গা পাচ্ছে অতিরিক্ত খাবার, অন্যদিকে শুধু পানি আর শুকনো মুড়ির নির্ভরতায় রোজা আছেন দেশের সহস্র মানুষ। টেকসই লক্ষমাত্রা ৩ (SDG-3) অর্জনে ও জনগণের মাঝে নিরাপদ খাদ্যাভ্যাস এবং অপচয় রোধে সচেতনতা তৈরী করার প্রকল্প পরিকল্পনার লক্ষ্যে জেনল্যাব ও এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “হেলথ ও ফুড ওয়েস্ট ম্যানেজমেন্ট” বিষয়ে ৯ এপ্রিল ২০২২ জাতীয় প্রেস ক্লাবে গোল টেবিল আলোচনাটি আয়োজিত হয়।
জেনল্যাবের এক্সিকিউটিভ ডিরেক্টর রাতুল দেব এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব এম. সাফাক হোসেনের পরিকল্পনায় ও রাতুল দেবের সঞ্চালনায় গোলটেবিল আলোচনাটি অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা ১ আসনের মাননীয় সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ড۔ এম.সাখাওয়াত হোসেন (অবঃ), জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ উপস্থিত ছিলেন|
গুরুত্বপূর্ণ এই আলোচনায় সংস্লিষ্ট বিভাগ ও সরকারি দপ্তর থেকে উপস্থিত ছিলেন আরো অনেকে, গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা۔অনুপম হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এনএইচটিটিএই এফ এন্ড বি প্রোডাকশন বিভাগীয় প্রধান জাহিদা বেগম, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা অধিদপ্তর থেকে জনাব মোঃ রেজাউল করিম, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ডাঃ শেখ মইনুল খোকন, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি থেকে এক্সেকিউটিভ বডির দুইজন প্রতিনিধি, ইউনিস্যাব প্রেসিডেন্ট শেমি ওয়াদুদ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি সদস্য ও বিএনও লুব্রিক্যান্টস এর পরিচালক জনাব সালাউদ্দিন ইউসুফ, জেনল্যাবের যোগাযোগ ও জনসংযোগ ব্যবস্থাপক ইশরাত বিনতে রউফ, জেনল্যাবের উন্নয়ন ও পরিকল্পনা ব্যবস্থাপক চৌধুরী হাসান ইবনে ওবায়েদ, জেসিএই ঢাকা নর্থ প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন সবুজ, স্পনসর আরমেক সার্ভিসেস লিমিটেড এর প্রতিনিধি মেজর۔ নুরুল আফসার(অব) এর প্রতিনিধি মেজর খালেদ তাদের মাঝে প্রমুখ।
জেনল্যাবের এক্সিকিউটিভ ডিরেক্টর রাতুল দেবের সঞ্চালনায় ৩ঃ১৫ মিনিটে গোল টেবিল আলোচনা শুরু হয়।
এবি//দৈনিক দেশতথ্য//৯ এপ্রিল,২০২২//

Discussion about this post