Print Date & Time : 6 July 2025 Sunday 10:05 am

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান

পটুয়াখালীলর গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ সাহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ আগামীর বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাব গলাচিপা উপজেলা সাধারণ মানুষের জন্য। আমি এবং আমার পরিবার সারা জীবন মানুষের জন্য কাজ করেছি ।

দৈনিক দেশতথ্য//এইচ/