জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়ার মোহিনী মিল মাঠে অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এ্যাড. মোসাদ্দেক আলী মনি, যুগ্ম সম্পাদক সাদাত উল আনাম পলাশ, এসএম কাদেরী সবু, আনিসুর রহমান আনিস, মোহাম্মদ আলী নিশান, আফরোজা আক্তার ডিউ, হাবিবুর রহমান বাপ্পি, আইয়ুব হোসেন, জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুলইসলাম বিপ্লব সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক সাইদুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় জেলা ক্রীড়া সংস্থার ৪৮টি ক্লাবের খেলোয়াড়বৃন্দ ৪০০ মিটার দৌড়, লং জাম্প,বর্ষা নিক্ষেপ, গ্লোব নিক্ষেপ ও সাইকেলিং সহ ছেলে এবং মেয়ে উভয়ে অংশগ্রহণ করে। এতে আমলাপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও আবাহনী ক্রীড়াচক্র
রানার্সআপ হয়।

Discussion about this post