Print Date & Time : 23 August 2025 Saturday 6:21 pm

জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাথে কুমারখালী বিএনপি’র মতবিনিময় সভা

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে নবগঠিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাথে কুমারখালী থানা ও পৌর বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কুমারখালী থানা ও পৌর বিএনপির কার্যালয়ে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালী পৌর বি এন পির সভাপতি কে এম আলম টমের সভাপতিত্বে ও কুমারখালী থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মোহাম্মদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিক।

মতবিনিময় সভার শুরুতে নবনির্বাচিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মুজাক্কির রাব্বি,সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত কে ফুলের মালা দিয়ে বরন করে নেন থানা বিএনপি নেতাকর্মীবৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ন সম্পাদক কুমারখালী থানা যুবদলের আহবায়ক এ্যাড.জাকারিয়া আনছার মিলন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক সকল নেত্রীবৃন্দ।