দেশব্যাপি আসন্য ৬১তম জেলা পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। কুষ্টিয়া জেলা পরিষদের ৬টি ওয়ার্ডে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া নিয়ে জেলা নির্বাচন অফিসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার সময় কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে কুমারখালি ৫নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি, আল মামুন সাগর, সহ-সভাপতি নুরুন্নবি বাবু, গোলাম মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক, যুবায়েদ রিপন,কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক এমএ জিহাদ, দপ্তর সম্পাদক এসএম মাহফুজুর রহমান, এম লিটন উজ জামান কোষাধক্ষ্য, কুষ্টিয়া প্রেসক্লাব, ডা. মোকাদ্দেস হোসেন সেলিম, প্রকাশক সম্পাদক দৈনিক সূত্রপাত, কুষ্টিয়ার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সারফুসহ জেলার প্রিন্ট ও টেলিভিশন মাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//