সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে অভিযানে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অন্তর্ভুক্ত শ্রীপুর বিওপি ও মিনাটিলা বিওপির ক্যাম্প কমান্ডার, বিজিবি সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ৯ টায় শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার লাবনী। তিনি কুয়ারী এলাকার খড়মপুর এবং রাংপানি নদীর তীরবর্তী এলাকায় গিয়ে পাথরের স্তুপ দেখতে পান। তবে সে সময় কোন শ্রমিক ও কোন ব্যবসায়ী উপস্হিত ছিলেন না। পরে পাথরগুলো জব্দ করে স্হানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখার নির্দেন প্রদান করেন।
পরে সকাল সাড়ে ১০ টায় আদর্শগ্রাম বালু পাথর সাইটে অভিযানে আসেন। সেখানে এসে ও জমাকৃত পাথর দেখে সেগুলো জব্দ করেন।পরে পাথরগুলো স্থানীয় আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল ও স্হানীয় মুরুব্বি মনু মিয়ার জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র পাথর উত্তোলন করে আসছিলো।
আজ অভিযানের মাধ্যমে আনুমানিক ৭০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথর গুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন উক্ত এলাকায় পরবর্তীতে বারকি নৌকা যোগে সব ধরনের পাথর ও বালু উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এহ/23/10/24/ দেশ তথ্য