সিলেটের জৈন্তাপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার লুৎমহাইল গ্রামের বাবার বাড়িতে একে একে তিন সন্তান জন্ম দেন তিনি। তবে সবার পরে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে। বাকি দুই নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক।
একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়া ওই গৃহবধূর নাম সাবিনা বেগম (২৮) ।গোয়াইনঘাট উপজেলার তারুখাল গ্রামের দিনমজুর নুরুদ্দিনের স্ত্রী।
শিশু দু’টিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় এক আ. লীগনেতা বলেন, পরিবারটি খুবই দরিদ্র। মাসহ সন্তানদের অবস্থা ভালো না। বিত্তবানদের উচিত পরিবারটির পাশে দাঁড়ানো।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২২,২০২৩//