Print Date & Time : 21 April 2025 Monday 7:46 am

জৈন্তাপুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক ও বিশেষ অতিথি ছিলেন জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের ইনচার্জ হাবিবুর রহমান, জাফলং টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ শাহাদাৎ হোসেন, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি এনায়েতউল্লাহ্, ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা৭ বিএনপির সভাপতি আব্দুল মতিন,উপজেলা জামায়াতের আমীর নাজমুল ইসলাম,গোয়াইঘাট উপজেলা  জামায়াতের আমীর মাস্টার আবুল হুসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।

এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়ন চেয়ারম্যানগন উপস্হিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে বক্তব্য রাখেন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

এ সময় উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসকের নিকট এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।বক্তব্যে প্রথমে তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পাশাপাশি জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দরা জৈন্তাপুর উপজেলার অন্যতম কর্মসংস্হান বালু মহাল ও পাথর কুয়ারীগুলো ম্যানুয়েল পদ্ধতিতে খুলে দেয়ার জোর দাবী জানান।

পাশাপাশি ক্রাশার মিলগুলো চালানোর ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনাজ করেন। এর সাথে সচেতন সহল সহ জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারা তামাবিল মহাসড়কের বেহাল দশা তুলে ধরেন। তারা মহাসড়কের সংস্কার করা সহ চারলেন রাস্তার কাজের অগ্রগতি বাড়ানোর আহবান জানান।

এ সময় বাজার ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কার্যকর ব্যবস্হা গ্রহনের অনুরোধ জানান।

পাশাপাশি গন্যমান্য ব্যক্তিদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিগত সরকারের অনেক নেতাকর্মীরা সরকারি জমি জোরপূর্বক দখল করে রেখেছেন তা দখলমুক্ত করার আহবান জানিয়েছেন।

সেই সাথে উপজেলার দূর্গোম এলাকায় সুপেয় পানির নিশ্চয়তা প্রদানে গভীর নলকূপ স্পাপনের আহবান জানান। এর পাশাপাশি সরকারি হাসপাতালে এম্বুলেন্স দেয়ার জন্য দাবী রাখা হয়। সবশেষে সর্বমহল থেকে জৈন্তাপুরের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার জন্য সর্বোতভাবে জোর দাবী জানানো হয়।

এ সময় উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সব সমস্যা দাবীর কথা তিনি শুনেন এবং পর্যায়ক্রমে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক  ধাপে ধাপে বাস্তবায়নের আশাবাদব্যক্ত করেন।

তিনি বলেন সরকার গণমানুষের কল্যানে কাজ করছে। সে জন্য উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সায়ত্ত্বশাসিত, পেশাজীবি সংগঠনের সকলকে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতার পাশাপাশি বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধে ছিলেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম,কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আহমেদ চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, উপজেলা জামায়াতে ইসলামী ও  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,খেলাফত মসলিস, ইউপি সদস্যগণ,বিভিন্ন এনজিও সংস্হা,চা শ্রমিকদের প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সহ সামাজিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন।

এহ/05/11/24/ দেশ তথ্য