সিলেটের জৈন্তাপুর নিজের শয়নকক্ষ থেকে এনামুল ইসলাম (২৫) নামক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এনামুল উপজেলার পানিয়ারা হাটি বড়পুকুরপাড় এলাকার ব্যবসায়ী মুসলিম উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে এনামুল মেজ। মঙ্গলবার (৭ই নভেম্বর) সকাল সাড়ে নয় ঘটিকার সময় তার ছোটভাই হারুন মেজ ভাই এনামুলকে ডাকতে তার রুমের দরজার নক করতে থাকেন। ভিতর থেকে কোন সাড়া না পেয়ে দরজার উপরে ভেন্টিলেটর দিয়ে তাকিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ এসে নিহত এনামুলের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুলিশের ধারণা সে আত্মহত্যা করেছে। গত এক দুইদিন আগে তার ফেইসবুক পেইজে ” হাম সিঙ্গেল মরেঙ্গে” ” তাড়াতাড়ি মৃত্যু দেও আল্লাহ ” এই ধরনের স্ট্যাটাস লিখতে দেখা যায়। সে ইউরোপে যাওয়ার জন্য আইইএলটিএস কোর্সে অধ্যয়নরত ছিলো।
মঙ্গলবার ভোরে তার বাবা মা নিহতের লন্ডন প্রবাসী বড়ভাইকে রিসিভ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে থাকা অবস্হায় তারা তাদের মেজ ছেলের মরদেহ উদ্ধারের খবর পান।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ নভেম্বর ২০২৩

Discussion about this post