নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিরপ্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা।
সমাবেশ শেষে আইনশৃংখলা রক্ষা বাহিনির সদস্যরা সন্দেহজনকে ৭ জনকে আটক করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে এ বিক্ষোভ করে দলটি।
মিছিল শেষে সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় না নিয়ে সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করেছে। মানুষ যখন বিদ্যুতের লোডশেডিংয়ের জাঁতাকলে পিষ্ট হচ্ছে সেই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা।মিছিলটি শহরের সিঙ্গার মোড় থেকে শুরু হয়ে শহরের এন এস রোড় সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড়ে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দৈনিক দেশতথ্য//এল//