জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় ৩০০ অসহায় ও দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছে বসুন্ধরা গ্রুপ। আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে শনিবার (১ আগস্ট/২১) বসুন্ধরা গ্রুপের এই খাদ্যসামগ্রী বিতরণ হয়।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউএনও এস এম হাবিবুল হাসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী। মেয়র শহিদুল আলম চৌধুরী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান। কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন। উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনিসহ জয়পুরহাট জেলার শুভসংঘের সেচ্ছাসেবী নূর-ই-আলম হোসেন। মুস্তাকিম বিল্লাহ তরিকুল ইসলাম ফিরোজ হোসেন আবু তালহা সাঈদ সানজিদ আহমেদ সাইদুল ইসলাম রাকিব হোসেব কাউসার আহমেদ ইশতিয়াক আহমেদ মো. নাছিম শিমুল প্রমুখ।
এরপর ক্ষেতলাল উপজেলার ৪০০ পরিবারে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। সরকারি ছাঈদ-আলতাফুন্নেছা কলেজ মাঠে এইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মুস্তাকিম মন্ডল, সেচ্ছাসেবী সংগঠক ফেরদৌসী রানা চৌধুরী, ইউএনও এএফএম আবু সুফিয়ান, কলেজের অধ্যক্ষ আইয়ুব হোসেন, মেয়র সিরাজুল ইসলাম বুলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শরীফ মাহ্দী আশরাফ জীবন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি দুলাল মিয়া, শুভসংঘের উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনিসহ জয়পুরহাট জেলার শুভসংঘের সেচ্ছাসেবী নূর-ই-আলম হোসেন, মুস্তাকিম বিল্লাহ, তরিকুল ইসলাম, ফিরোজ হোসেন, আবু তালহা সাঈদ, সানজিদ আহমেদ, সাইদুল ইসলাম, রাকিব হোসেব, কাউসার আহমেদ, ইশতিয়াক আহমেদ, মো. নাছিম, শিমুল, আজিজুল হক, আব্দুল আলিম, আজিজার রহমান, হাসান, সাইফুল ইসলাম মিলন।
একই দিনে কালাই উপজেলায় ৩০০ পরিবারে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। কালাই সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমউদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শুভসংঘের শরীফ মাহ্দী আশরাফ জীবন, উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনিসহ জয়পুরহাট জেলার শুভসংঘের সেচ্ছাসেবী নূর-ই-আলম হোসেন, মুস্তাকিম বিল্লাহ, তরিকুল ইসলাম, ফিরোজ হোসেন, আবু তালহা সাঈদ, সানজিদ আহমেদ, সাইদুল ইসলাম, রাকিব হোসেব, কাউসার আহমেদ, ইশতিয়াক আহমেদ, মো. নাছিম, শিমুল, শাহারুল আলম, সেলিম সারওয়ার, কামরুল হাসান, লিটন তালুকদার।
বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেয়ে রোজিনা বেগম নামের এক উপকারভোগী বলেন, হামরা অসহায় মানুষ। করুনায় (করোনা) কেউ কোনো সাহায্য করে নাই। হামাকের কে দিবে বাপ, তোমরা দিলেই হামরা খাবার পারম। তোমাকের জন্য পাঁচ ওক্তোত দোয়া করুম।
রহিমা বেগম বলেন, হামার স্বামী নেই। টুকটাক কামকাজ করি যা পাই তা দিয়া খাই। আজ হামাকে খাবার দিলা আল্লা তোমাকের সহিসালামতে রাখুক। বসুন্ধরা মালিকত রহমত করুক। আমাকের যেন আরও দিবার পারে।
—দৈনিক দেশতথ্যের ঢাকা ডেস্ক এই সংবাদটি সম্পাদন করেছে। এবি/দৈনিক দেশতথ্য/১ আগস্ট/২০২১

Discussion about this post