Print Date & Time : 3 July 2025 Thursday 7:58 am

জয়ার সার্কাস প্রদর্শনে বাধা নেই

তরুণ পরিচালক মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’। জয়া আহসান অভিনীত সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ফলে সিনেমাটি প্রদর্শনে আর বাধা নেই।

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস সেট পুড়িয়ে দেয়ার পরও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠেছে সিনেমায়। জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ, এবিএম সুমন। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন হুমায়ূন সাধু। সরকারি অনুদানের সিনেমাটি প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।

নির্মাতা বলেন, ‘গতকাল (১৮ মে) বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন। কাটা পড়েনি একটি দৃশ্যও। এবার মুক্তির পালা। আমার আগ্রহ কোরবানি ঈদ নিয়ে। বাকিটা দ্রুতই চূড়ান্ত হবে।’

জ // দেশতথ্য//১৯-০৫-২০২২//০৬.৩৪ পি এম