আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সারাদেশের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি।
গতকাল সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ফারাহ্ ফাতেহা তাকমিলা, ধনবাড়ী থানার (ওসি) তদন্ত ইদ্রিস আলী, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলনসহ ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ।
ধনবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। কয়েক বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের খুঁজে বের করে শ্রেষ্ঠ নারী হিসেবে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে সমগ্র দেশে পরিচালিত “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের ২ টি ক্যাটাগরিতে দুই নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রদান করা হয় । একটি হচ্ছে সফল শ্রেষ্ঠ জননী ” ক্যাটাগরিতে সফল শ্রেষ্ঠ জননী জয়িতা রাশিদা খাতুন , স্বামী মৃত: ইসমাইল হোসেন, গ্রাম : বিলাসপুর, ধনবাড়ী। অন্য আররকটি ক্যাটাগরিতে সফল শ্রেষ্ঠ
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা মোছা: নাজমা বেগম,স্বামী : শফিকুল ইসলাম, গ্রাম :- দরিচন্দ্রবাড়ী, ধনবাড়ী।
ধনবাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//