Print Date & Time : 8 August 2025 Friday 6:58 am

ঝাউদিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় ও ঝাউদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের ব্যক্তিগত উদ্যোগে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল উত্তম কুমার বিশ্বাস, ইউনিয়ন ভূমি সহকারী করম আলী, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পথিকৃৎ পত্রিকার বার্তা সম্পাদক আব্দুস সালাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তুহিন ইসলাম।

চারা বিতরণকালে শাহারিয়া ইমন রুবেল বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে আমরাও যে সামান্য ভূমিকা রাখতে পারছি, তা আমাদের জন্য গর্বের বিষয়। পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। একটি গাছ লাগানো মানে একটি প্রাণ বাঁচানো, একটি ভবিষ্যৎ রক্ষা করা। আমি বিশ্বাস করি—এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে। আসুন, সবাই মিলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। আজকের শিক্ষার্থীই আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী কিংবা পরিবেশবিদ। ছোটবেলা থেকেই যদি তাদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলা যায়, তবে ভবিষ্যতে তারা গড়ে তুলবে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ।”

চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পরবর্তীতে ঝাউদিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।