Print Date & Time : 7 September 2025 Sunday 11:27 pm

ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফ্রেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রাশেদুল হক শামীম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,রিফাইতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.ছাইদুল ইসলাম,অভিভাবক সদস্য আব্দুল মজিদ।এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক শামীম ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়কে উপজেলার সবচেয়ে আদর্শ ও উন্নত বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বায়ক জানান।এসময় বিদ্যালয়টিকে সর্বোচ্চ সহযোগীতা করার কথাও জানান তিনি।