Print Date & Time : 21 August 2025 Thursday 6:01 pm

ঝিকরগাছায় নারীর মরদেহের পরিচয় মিলেছে

বেনাপোল(যশোর)প্রতিনিধি ।। যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহের পরিচয় মিলেছে।
তার নাম শাহানারা বেগম (৪৫)। যশোরের শার্শা উপজেলার উত্তর বুরম্নজবাগান গ্রামের যুবলীগ নেতা মৃত আজিজুল ইসলামের স্ত্রী এবং ১০ নং শার্শা সদর ইউনিয়নের সাবেক ইউপি মহিলা সদস্যা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত।

তিনি জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশে দুটি পানির খালি বোতল ছিল। প্রাথমিক সুরতহালে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ধানক্ষেতের বর্গাচাষি আলতাফ হোসেন জানান, সোমবার বিকেলে জমিতে পানি আছে কি না দেখতে গিয়ে তিনি একজন নারীকে পড়ে থাকতে দেখেন।পরে ঝিকরগাছা থানা পুলিশকে খবর দিলে। পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, পোস্টমর্টেম ছাড়া কারণ বলা যাবে না। 

আর//দৈনিক দেশতথ্য//২০ সেপ্টেম্বর-২০২২