Print Date & Time : 28 July 2025 Monday 2:16 am

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

“শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এ স্লোগানে এবং শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্কুল এন্ড কলেজের হল রুমে গভর্নিং বডির সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ কামরুজ্জামান।

সেসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, গভর্নিং বডির সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, চিত্তরঞ্জন বিশ্বাস,সাংবাদিক বসির আহাম্মেদ প্রমূখ।

অভিভাবক সমাবেশে শিক্ষক, অভিভাবক ও নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তারা বলেন, কা ননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। পরে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ আগষ্ট ২০২৩