Print Date & Time : 22 April 2025 Tuesday 3:49 am

ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্কের বর্ষপুর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টের বর্ষপুর্তি। শনিবার সন্ধ্যায় পার্ক মিলনায়তনে ৭ম বর্ষপুর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার।

অনুষ্ঠানে পার্কের ব্যবস্থাপনার পরিচালক মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান ফাতেমাতুজজোহরা, প্রধান উপদেষ্টা ডা: জাহিদুল ইসলাম বিপ্লব, জোহান এগ্রোফুডের পরিচালক আব্দুল কাদের অপু, কনিষ্ট সদস্য শুভ্র ও রাইয়ান, পার্কের এডমিনিস্ট্রেশন অফিসার উসমান গনি, জিএম হাসানুজ্জামান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। সেসময় পার্কে আগত দর্শনার্থীদের বিনোদন উপভোগ করতে সকল প্রকার সুবিধা প্রদাণ করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে পার্কে কর্মরতা দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৭ সালে ১৬ ডিসেম্বর ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় প্রায় ৩৬ একর জমির উপর প্রতিষ্ঠিত  করা হয় পার্কটি। ওয়াটার কিংডম, হানিসুইং, রোলার কোস্টার, ফ্রীজবি, পাইনারশীপ, স্প্রীড বোর্ডসহ অন্তত ১৫ টি রাইড রয়েছে এই পার্কটিতে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ ডিসেম্বর ২০২৩