Print Date & Time : 22 August 2025 Friday 2:12 am

ঝিনাইদহের ডিসির কাছে ব্রাকের মাস্ক হস্তান্তর

ঝিনাইদহে জেলা প্রশাসকের নিকট ব্রাকের পক্ষ থেকে মাস্ক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মনিরা বেগমের কাছে ৭৯ হাজার মাস্ক হস্তান্তর করেন ব্রাকের জেলা সমন্বয়ক রোকেয়া বেগম। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, আর এম এম এফ মামুন-অর রশিদ, আয়েশা আবেদ ফাউন্ডেশনের সেন্ট্রাল ম্যানেজার ফকরুল ইসলাম, এরিয়া ম্যানেজার স্নিগ্ধা সরকার।

ব্রাক যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্রান্ডস ইনক’ ৫ কোটি ৬০ লক্ষ পরিবেশ বান্ধব মাস্ক সারা দেশে ব্রাক সংস্থার মাধ্যমে বিতরন শুরু করেছে। ঝিনাইদহ জেলায় ৫ লাখ ৫৬ হাজার মাস্ক বিতরন করা হবে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ব্রাকের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ৭৯ হাজার মাস্ক হস্তান্তরের মাধ্যমে এ কর্মসুচির উদ্ভোধন করা হয়। পর্যায়ক্রমে জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের মাধ্যমে এ মাস্ক বিতরন করা হবে বলে জানান ব্রাক কর্তৃপক্ষ।