ঝিনাইদহে সাবেক এক সেনা ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন স্বজনরা।
স্বজনরা জানায়, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাড়িয়ে ছিলেন হরিণাকুন্ডু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শামীম হোসেন। এ সময় দুবৃর্ত্তরা তাকে সেখান থেকে ধরে খালের ওপারে নিয়ে বুকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা শামিমকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহত সাবেক সেনা সদস্য শামিম ওই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ নভেম্বর ২০২৩

Discussion about this post