Print Date & Time : 5 May 2025 Monday 3:12 am

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত হয়েছে। রোববার ভোররাতে হরিণাকুন্ডু উপজেলার শহরের হলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে হরিণাকুন্ডু উপজেলার কিসমতপুর গ্রামের বাদশা মিয়া নিজের আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শ^শুদবাড়ি শ্রীফল তলা যাচ্ছিলো। পথে হরিণাকুন্ডু পৌরসভার হলবাজার-ফলসী সড়কের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুটি উল্টে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 সকালে রাস্তার পাশে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৮ জানুয়ারি ২০২৪