Print Date & Time : 29 July 2025 Tuesday 12:25 am

ঝিনাইদহের হাটগোপালপুরে মিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে মিস্ত্রিদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেসার্স মন্ডল ট্রেডার্স এর আয়োজনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

 মেসার্স মন্ডল ট্রেডার্স’র সত্বাধীকারী মনির মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপ জেলার ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম।

 বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির হাটগোপালপুর শাখার সভাপতি  ডা. এস. এ. জি মিলটন এর পরিচালনায় সেসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভি’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, বিজলী ক্যাবলস’র ম্যানেজার হুমায়ুন কবির, হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আহসাননুর রহমান, হাটগোপালপুর ব্র্যাক ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার তরুন কুমার দাস, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, ব্যবসায়ী সোহরাব মন্ডল, রবিউল ইসলাম প্রমুখ।

 মিস্ত্রি প্রোগ্রামে ঝিনাইদহ-মাগুরা জেলার ২’শত ৫০ জন রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, টাইলস মিস্ত্রি ও কাঁঠ মিস্ত্রি অংশ গ্রহণ করে। এছাড়াও ২’শত ৫০ জন মিস্ত্রির সকলকে ছাতা, চাবির রিং ও টি-শার্ট প্রদাণ করা হয়। অনুষ্ঠান শেষে ৫০ জন র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রথম পুরস্কার হিসাবে বাইসাইকেল সহ বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ফেব্রুয়ারী ২০২৪