Print Date & Time : 6 May 2025 Tuesday 12:23 am

ঝিনাইদহে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারী বাজার স্কুল মাঠে কোরবান আলী জোয়ার্দ্দার ফাউন্ডেশন এ আয়োজন করে।
আলোচনা সভায় ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন। এছাড়াও অত্র এলাকার ইমামগণ, শিক্ষক ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//